সল্টলেক সিটি সেন্টার ওয়ানের নিচে যুবকের রক্তাক্ত দেহ (Salt Lake City Center One)। পুলিশ ওই দেহ উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম চন্দন মন্ডল (Chandan Mondal)। চন্দনের স্ত্রী জানিয়েছেন, রবিবার সকালে তাঁকে একটি মেসেজে করেন তাঁর স্বামী। লেখেন, আর চাপ সহ্য করতে পারছেন না তিনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অসাবধানে পড়ে মারা যাননি চন্দন। এটি আত্মহত্যার ঘটনা। সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করতেন চন্দন। সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর স্বামীর উপর মানসিক চাপ তৈরি করেছিলেন। সংস্থার সিনিয়ার আধিকারিক বিষ্ণু মুচ্ছলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে।
আরও পড়ুন: হাওড়া লাইনে একাধিক ট্রেন বাতিল, পুজোর মার্কেটিংয়ে বেরিয়ে নাকাল যাত্রীরা