পরিবারের অজান্তে খ্রিস্টান বৃদ্ধের (Christian old man) দেহ পৌঁছে গেল নিমতলা (Nimtala) শ্মশানে। শুরু হয়ে গিয়েছিল দাহ প্রক্রিয়াও। শেষ পর্যন্ত গোটা শহর খুঁজে শ্মশান থেকে বৃদ্ধের দেহের হদিশ পেলেন তাঁর ছেলে। ঘটনায় গাফিলতির অভিযোগ উঠেছে তপসিয়ার (Topsia) মর্গ কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সূত্রের খবর, শুক্রবার নিজের বাড়িতেই মারা যান খ্রিস্টান বৃদ্ধ ক্রুপা রাও। পরিবারের লোকজন কলকাতার বাইরে থাকার কারণে তাঁর দেহ রাখা হয় তোপসিয়া মর্গে। সোমবার সকালে দেহ নিতে গেলেই গোল বাধে। খুঁজে পাওয়া যায় না দেহ। এমনকি দেহ কোথায় সেই বিষয়েও উত্তর দিতে পারে না মর্গ কর্তৃপক্ষ। বাবার দেহ খুঁজে পেতে তোপসিয়া থানায় যান বৃদ্ধার ছোট ছেলে। গোটা শহর তন্ন তন্ন করে খুঁজে অবশেষে দেহ মেলে নিমতলা শ্মশানে। ততক্ষণে দাহ করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।
আরও পড়ুন- মিড-ডে মিলে মাংস বাদুড়িয়ার স্কুলে, পড়ুয়াদের মধ্যে খুশির হাওয়া
কিন্তু কীভাবে মর থেকে দেহ পৌঁছাল নিমতলা শ্মশানে? সূত্রের খবর সাত্যকি ভট্টাচার্য নামে ওই দেহ দাহ করা হচ্ছিল। কিন্তু এখন প্রশ্ন উঠেছে মর্গ কর্তৃপক্ষের গাফিলতি হলেও সাত্যকি ভট্টাচার্যের পরিবারের কেউ কি ওই দেহটি চিনতে পারিননি? যদিও এই ঘটনায় কোনও তরফ থেকেই কোনও জবাব পাওয়া যায়নি।