যাদবপুরের (Jadavpur) বিজয়গড়ে বৃদ্ধের রহস্যমৃত্যু(Old Man Death Mystery)। খাটের নিচ থেকে লেপ ও প্লাস্টিক জড়ানো অবস্থায় উদ্ধার পচাগলা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই বৃদ্ধকে। তবে কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
জানা গেছে, বৃদ্ধের নাম নিধিরচন্দ্র কুণ্ডু। যাদবপুরের বিজয়গড়ে(Bijaygarh) একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। প্রতিবেশী সূত্রে খবর, দীর্ঘদিন ওই এলাকায় থাকতেন ওই বৃদ্ধ। সকলের সঙ্গে ডেকে-হেঁকে থাকতেন। তবে গত দু’দিন ধরে নিধিরবাবুর কোনও সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। ফলে তাঁদের সন্দেহ হয়। মঙ্গলবার এক প্রতিবেশী নিধিরবাবুর ফ্ল্যাটে যান। ডাকাডাকি করেও সাড়া পাননি, তবে একটা দুর্গন্ধ তাঁর নাকে যায়।
আরও পড়ুন- Television Actress Death in Garfa: পল্লবীর জন্যই বিয়ে ভেঙ্গেছিল তাঁদের, বিস্ফোরক অভিযোগ সুকন্যার
এরপরই ফ্ল্যাটের অন্যান্যদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। অন্যদিকে ফোনে যোগাযোগ করতে না পেরে বৃদ্ধের আত্মীয়রা তাঁর ফ্ল্যাটে আসেন। ডাকাডাকি করে লাভ না হওয়ায় তাঁদের কাছে থাকা ফ্ল্যাটের চাবি দিয়ে দরজা খোলেন তাঁরা। ঘরে ঢুকতেই দুর্গন্ধ পান, দেখতে পান ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত। তবে বিভিন্ন জায়গা খুঁজলেও প্রথমে নিধিরবাবুকে খুঁজে পাননি।
পরে খাটের নিচে লেপ ও প্লাস্টিক জড়ানো অবস্থায় উদ্ধার হয় নিধিরবাবুর পচাগলা দেহ(Rotten Body)। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যাদবপুর থানায়(Jadavpur Police Station)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।