দমদমের (Dumdum) প্রাইভেট রোড এলাকার এক তান্ত্রিকের (tantrik) বাড়ি থেকে উদ্ধার একাধিক বন্যপ্রাণীর (wild life) দেহাংশ। হরিণের কঙ্কাল, বাঘের চামড়ার পাশাপাশি মনুষ্য খুলির সন্ধান মিলেছে বলেও খবর। ওই তান্ত্রিকের তিন সহকারী গ্রেফতার হলেও মূল অভিযুক্ত পলাতক। ইতিমধ্যেই তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে বন দফতরের আধিকারিকদের নিয়ে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় হরিণের কঙ্কাল, বাঘের নখ-দাঁত, ছাল, পাখির দেহাংশ। পুলিশ জানিয়েছে, ওই তান্ত্রিকের বাড়ি থেকে মানুষের মাথার খুলিও মিলেছে।
আরও পড়ুন- Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডির, চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ