মুরুলীধর সেনের BJP-র সদর দফতর মহেশ্বরী ভবনের সামনে উদ্ধার হল বোমা। ওই ভবনেই রাখা হয়ছে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের। রবিবার সন্ধে নাগাদ ওই ভবনের সামনে থেকে একটি বোমা উদ্ধার করা হয়। বোম স্কয়্যাডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বোমা উদ্ধার করে।
এদিকে এদিন সন্ধে নাগাদ রাজ্যে পৌঁছেছে BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা মহেশ্বরী ভবনে পৌঁছনোর আগেই উদ্ধার হয় বোমা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও কে বা কারা ওই বোমা রেখে গেল তা এখনও স্পষ্ট নয়। কোনও রাজনৈতিক দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।