এবার ফলের ঝুড়িতে লুকানো তাজা বোমা খুঁজে পেল পুলিশ (Kolkata Police)। দুই থেকে তিন ঝুড়ি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তিলজলা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী, বম্ব স্কোয়াড ঘিরে রাখে এলাকা। পুলিশের হাতে ধরা পড়া এক দুষ্কৃতীকে(local goons in Tiljala) জেরা করেই বোমার খোঁজ পায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে শেখ তনু নামে একজনকে গ্রেফতার করে পুলিশ(Tiljala Police Station))। তাকে জেরা করেই জানা যায় ৫ নম্বর তিলজলা রোডের একটি পরিত্যক্ত বাড়িতে বোমা রাখা আছে (Bombs recovered in Tiljala)। শুক্রবার রাতে সেখানে অভিযান চালায় বেনিয়াপুকুর থানার(Beniapukur Police Station) পুলিশ ও বম্ব স্কোয়াড। পরিত্য়ক্ত ওই বাড়িটিতে ফলের ঝুড়ির মধ্যে বোমা পাওয়া যায়।
আরও পড়ুন- Rabindra Sarobar boat accident: অনির্দিষ্টকালের জন্য সরোবরে বন্ধ রোয়িং ক্লাস, নির্দেশ কলকাতা পুলিশের
দুই থেকে তিনটি ফলের ঝুড়িতে বোমা (Bombs recovered in Tiljala) লুকনো ছিল। ১১টি বোমা খুঁজে পায় পুলিশ। বোমাগুলি ঝুড়িতে ভরে বালি চাপা দিয়ে রাখা হয়েছিল। এমন আরও বোমা লুকনো আছে বলে সন্দেহ পুলিশের। সেগুলো কোথায় ও কীভাবে রাখা হয়েছে তার খোঁজ করছে তারা।
এর আগে গুলি ও বোমাবাজির ঘটনায় খবরের শিরোনামে আসে তিলজলা। ট্যাক্সিচালক(Taxi Driver Murder in Tiljala) বাবা ও তাঁর ছেলেকে গুলি করে আততায়ীরা। ব্যাপক বোমাবাজিও চলে এলাকায়। তবে ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজ চলছে বলে অভিযোগ।