ইডির ডাকে সাড়া দিয়ে ফের সিজিও কমপ্লেক্সে এলেন অভিনেতা বনি সেনগুপ্ত। মঙ্গলবার কাঁটায় কাঁটায় দুপুর ১২টায় ইডি দফতরে হাজির হন এই টলিউড স্টার। ইডি সূত্রে খবর, জেলবন্দি তৃণমূল যুবনেতা কুন্তলের থেকে নেওয়া টাকা ইতিমধ্যেই ফেরত দিতে রাজি হয়েছেন বনি। এদিনও কালো টুপি মাথায় মাস্ক পরে ইডি দফতরে যান বনি সেনগুপ্ত। গাড়ি থেকে নামতেই সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে। কিন্তু সংবাদমাধ্যমের ভিড় ঠেলে ভেতরে ঢুকে যান তিনি।
গত বৃহস্পতিবারই ইডির জেরায় কুন্তল ঘোষের (Kuntal Ghosh) সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এদিন ইডি দফতরে একপ্রস্ত জেরার পর মধ্যাহ্নভোজের বিরতিতে বেরিয়ে বনি বলেন, "কুন্তল ঘোষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। গাড়ি কেনার জন্য টাকা দিয়েছিলেন কুন্তল।" তার বদলে অনেকগুলো ইভেন্ট করে দিয়েছিলেন তিনি। বনির কথায়, একবারই মাত্র ২০১৭ সালে গাড়ি কেনার সময় তাঁর অ্যাকাউন্টে টাকা ট্রানজাকশন করেছিলেন কুন্তল। সেই বিষয়ে জানতেই ফের এদিন ইডি তাঁকে তলব করে।
আরও পড়ুন- Gold Silver Price Today: মঙ্গলবারে লাফিয়ে বাড়ল সোনা-রুপোর দাম , কলকাতায় আজকের দর কত?