কফি হাউসের (Coffee House) আড্ডায় মাতলেন ব্রাত্য বসু (Bratya Basu), কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার কলেজস্ট্রীট চত্ত্বরে ছিল ব্রাত্য বসুর বই 'রোল অ্যাকশন কাট এবং অন্যান্য' এর প্রকাশ অনুষ্ঠান। তারপরই আড্ডা জমল দু'জনের।
একজন একাধারে নাট্য ব্যক্তিত্ব, রাজ্যের মন্ত্রী, লেখকও। অন্যজন এক সময়ের বিশিষ্ট সাংবাদিক। দুজনেই রাজনৈতিক সতীর্থ। নিজের বইটিও কুণাল ঘোষকেই উৎসর্গ করেছেন ব্রাত্য। কারণ হিসেবে মন্ত্রী বলছেন, বহুমুখী প্রতিভার অধিকারী কুণাল।
Indraneil Sengupta: এবার সিঙ্গল ফাদার, সঙ্গে ঈশা, পায়েল! আসছে সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর নতুন ছবি
বইপ্রকাশ অনুষ্ঠান শেষে দু'জনে যেন ফিরে যান কলেজ বেলার সেই সোনালি বিকেলগুলোয়। প্রেসিডেন্সি আর স্কটিসে পড়াকালীন তাঁদের বিকেলের ঠিকানাগুলোই ফিরে দেখলেন তাঁরা। বহুদিন পর প্রাণ খুলে আড্ডা দিলেন দুজনে।