রাজ্যে ৪০ বিশ্ববিদ্যালয়ের কোনও প্রতিনিধি নেই ইউজিসি কমিটিতে। টুইট করে ক্ষোভপ্রকাশ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।
ব্রাত্য বসু এদিন টুইটে দাবি করেছেন, কেন্দ্র, রাজ্য ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে অঞ্চলভিত্তিক ৫টি কমিটি তৈরি করেছে। এই কমিটি ইউজিসির নির্দেশ মেনে কাজ করবে। তাঁর অভিযোগ, এই কমিটিতে বাংলার কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই।
টুইটারে হ্যাশট্যাগ দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লিখেছেন, "পক্ষপাতমূলক আচরণ করছে ইউজিসি।" সন্দেহজনক আচরণ বলেও কটাক্ষ করেছেন তিনি।
জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যের সঙ্গে একাধিকবার বিরোধ বেঁধেছে কেন্দ্রের। নয়া শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয়েছে রাজ্য। অন্যদিকে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়কে সেরার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। এরপরও ইউজিসির কমিটিতে বাংলার বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্যকে রাখা হয়নি, তা নিয়ে শিক্ষামহলেও অখুশি।