বল নিয়ে তৈরি রোনাল্ডিনহো! গোলপোস্টের সামনে গোলরক্ষকের ভূমিকায় খোদ রাজ্যের মন্ত্রী সুজিত বসু৷ প্রথমে দুটো মাটি ঘেঁষা শটে গোল। তৃতীয় শট টোকা দিয়ে চিপ। এবার কিন্তু সুজিত সজাগ৷ কড়া নজর রেখে বল ধরে জড়িয়ে নিলেন বুকে।
পুজোর কলকাতায় উৎসবের উত্তাপ বাড়াতে চলে এসেছেন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে তাঁকে দেখতে উপচে পড়া ভিড়। ব্রাজিলের জার্সি পরে হাজির অসংখ্য মানুষ। দেবী দুর্গার আরতি করলেন ব্রাজিলের কিংবদন্তি৷ তাঁর ১০ নম্বর জার্সি গায়ে অনুরাগীদের নাচ দেখে পা ঠুকে তাল দিলেন কিছুক্ষণ। তারপর নিজেই নেমে পড়লেন নাচতে। দুর্দান্ত সাম্বার ছন্দে মাতলেন হাজার হাজার মানুষ।
কলকাতায় একাধিক পুজোয় যাবেন রেনাল্ডিনহো। দুপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও।