রবিবার লেকটাউনে দুর্ঘটনা। BSF এর একটি গাড়ি পরপর ধাক্কা মারে দুটি গাড়িকে। ঘটনায় গুরুতর জখম ৮ জন। তাঁদের মধ্যে ৩ জন বিএসএফ জওয়ান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে বিধাননগর থানার পুলিশ আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেশ গতিতে আসছিল BSF এর গাড়িটি৷
TMC: '১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে টিকিট', দলের নামেই বিস্ফোরক অভিযোগ মেমারির তৃণমূল নেতার
পুলিশ সূত্রে খবর, বিমানবন্দর থেকে VIP রোড ধরে বিধাননগর আসার পথে লেকটাউন অঞ্চলে BSF এর সেনাবোঝাই গাড়ি প্রথমে একটি গাড়িতে ধাক্কা মারে। পরে আরও একটি হলুদ ট্যাক্সিতে৷ পিছন থেকে আচমকা ধাক্কা খেয়ে ট্যাক্সিটি বাসে ধাক্কা মারে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ যায়নি কারও।