ফের সঙ্কটে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাত পোহালেই সমাবর্তন। তার আগে অস্থায়ী উপাচার্যের পদ থেকে সরিয়ে দেওয়া হল বুদ্ধদেব সাউকে। শনিবার উপাচার্যের পদ থেকে বুদ্ধদেবকে সরাতে সরাসরি নির্দেশ দিয়েছেন আচার্য সিভি আনন্দ বোস। রাজভবন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলেই খবর। ফলে, রবিবারের সমাবর্তন অনুষ্ঠান কার্যত অনিশ্চিত হয়ে পড়ল।
কিন্তু কেন সমাবর্তনের আগের রাতেই সরিয়ে দেওয়া হল বুদ্ধদেবকে ? রাজভবন সূত্রে দাবি করা হয়েছে, সমাবর্তন নিয়ে আচার্যের কথার অমান্য করাতেই এই অপসারণ। যাদবপুরে সমাবর্তন হোক, তা প্রথম থেকেই চাননি আচার্য। তবুও সমাবর্তন করানোর জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছিলেন বুদ্ধদেব সাউ।
রবিবারের অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল ইউজিসি-র চেয়ারম্যানের। কিন্তু উপাচার্য ছাড়া সমাবর্তন কী ভাবে সম্ভব ? অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগে তাই ফের সঙ্কটে যাদবপুরে বিশ্ববিদ্যালয়।