বড় শিল্পপতি থেকে গৃহবধূ, কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2022) দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। নানা খাতে কেন্দ্রের নানা বরাদ্দ নিয়েই শুরু হয়ে গিয়েছে নানা কাটা ছেঁড়া। কিন্তু বাড়ির বাজেট সামলান যারা, তাঁরা কী বলছেন? এডিটরজি বাংলার নিউজ এডিটর দেবযানী চৌবের সঙ্গে কথা হল কোয়েলি-র।
প্রশ্নঃ এই যে বাজেট পেশ হল, কী মনে হল? বাড়ির বাজেট সামলানো এবার কি একটু সহজ হল? নাকি সমস্যা বাড়ল?
কোয়েলিঃ বাজেট মোটের ওপর প্রত্যাশা পূরণ করেনি। প্রথমত, আয়করে (Incometax) ছাড় পেলাম না। রান্নার গ্যাসের দাম কমল না। সরষের তেলের, পাউরুটির দাম বাড়ল। দৈনন্দিন পন্যের দাম বাড়লে তো মুশকিল। তবে জামাকাপড়, জুতোর দাম কমায় মহিলাদের একটু বেশি সুবিধে হয়েছে। কারণ এ'সব কেনাকাটা আমরাই বেশি করি। তাই এটা আমাদের জন্য খুব আনন্দের।
প্রশ্নঃ আপনি বোধহয় শুনলে খুশি হবেন, হীরের দামও কমেছে।
কোয়েলিঃ হ্যাঁ সেটা খুব ভাল খবর। আমরা মহিলারা সোনা-হীরে খুব ভালবাসি। কিন্তু হেঁশেলে টান পড়লে সোনা হীরে কেনাটা আমাদের সাধ্যের বাইরে চলে যাবে। তাই দৈনন্দিন কাজে লাগা পন্যের দাম কমা বেশি জরুরি।
ছোট সংস্থার জন্য কেমন ছিল আজকের বাজেট? দেখুন এডিটরজি বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার