সোমবার মধ্যরাত্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটল শহরে৷ গার্ডেনরিচে ঝুপড়ির উপরে ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনের ঘটনা। এখনও পর্যন্ত অন্তত দু'জনের মৃত্যু হয়েছে, ধ্বংসস্তুপের মধ্যে অনেকের চাপা পড়ার আশঙ্কা রয়েছে৷
বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে৷ উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। নগরপাল বিনীত গয়াল-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে আছেন। ইতিমধ্যেই কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ। ফলে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে কিছুটা দেরি হয়। যা নিয়ে ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে৷ নির্মীয়মান বহুতলটি সংলগ্ন অন্য একটি বহুতলও ক্ষতিগ্রস্ত হয়েছে।