ভবানীপুরে খুন (Bhawanipur Murder Update) হওয়া রশ্মিতা শাহের শরীরে গুলির চিহ্ন পেলেন তদন্তকারী অফিসাররা। সোমবার দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাটের দুটি ঘর থেকে উদ্ধার হয় গুজরাতি দম্পতির দেহ। গায়েব হওয়া মোবাইল ফোনের ওপরও নজর দিতে চাইছে পুলিশ। পরিবারের দাবি, একটি ফোন, অনেক রাত পর্যন্ত চালু ছিল। সোমবার বিকেলেও ফোন করেছিলেন তাঁদের বড় মেয়ে। একটি বন্ধ থাকলেও অন্য একটি ফোন খোলা ছিল।
কেন খুন, এ নিয়েও ধন্দে আছেন তদন্তকারী অফিসাররা। রশ্মিতার শরীর থেকে বেশ কিছু গয়নাও খোয়া গিয়েছে। তবে লুটপাটের উদ্দেশ্য নিয়ে খুন, নাকি তদন্তের নজর ঘোরাতে চুরি, তা এখনও বোঝা যায়নি। তিনটি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত সোমাকে চাকরি, মমতাকে ধন্যবাদ বিচারপতির
এদিকে খুনের ঘটনা তিনজনকে জিজ্ঞাসাবাদও করবে পুলিশ। বাড়ির পরিচালিকা, একটি নির্মীয়মান বহুতলের এক ঠিকা শ্রমিককে জেরা করবেন তদন্তকারী অফিসাররা। সোমবার রাতেই ওই দম্পতির ছোট মেয়ের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই ফ্ল্যাট বিক্রির চেষ্টা করছিলেন দম্পতি। বাড়িতে দালালদের আনাগোনাও চলছিল। সম্প্রতি দাম নিয়ে সমঝোতা না হওয়ায় মনোমালিন্য হয়েছিল।