মঙ্গলবার সকালে বেহালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা (Bus accident)। বকুলতলা এলাকায় পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে একটি বাস। প্রথমে পড়ুয়া বোঝাই পুলকার, পরে অটো এবং অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি। বাস চালক পলাতক। বাসের ধাক্কায় জখম হয়েছে ৪ পড়ুয়া-সহ ৭ জন। স্থানীয়দের অভিযোগ, বাসের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেপরোয়া গতিতে শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি। বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে স্কুলের পুলকারে ধাক্কা মারে। পুলকারে থাকা ৪ স্কুল পড়ুয়া জখম হয়। তাদের মাথায় চোট লাগে। এরপর বাসটি ধাক্কা মারে যাত্রীবোঝাই অটোয়। অটোর চালক এবং এক মহিলা যাত্রী গুরুতর জখম হয়েছেন। পরে একটি অ্যাপ ক্যাবেও ধাক্কা মারে বাসটি।
Supreme Court: একদিনে ৪৪টি মামলার রায়দান! নজির গড়ল সুপ্রিম কোর্ট
তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়, ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। পরে পর্নশ্রী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসচালকের খোঁজ চলছে