ডোরিনা ক্রসিংয়ের পর ফের বাস দুর্ঘটনা (Bus Accident) শহরে। সোমবার দুটি বাসের রেষারেষির জেরে আহত হলেন ৭ যাত্রী। ঘটনাটি ঘটেছে সল্টলেকের (Saltlake) বিধাননগর কলেজের সামনে। করুণাময়ী থেকে সিউড়ি-গামী সরকারি বাসের সঙ্গে রেষারেষি হয় একটি বেসরকারি বাসের। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেসরকারি বাসটি বেপরোয়া ভাবে সরকারি বাসটিকে ওভারটেক করতে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ওভারটেক করার সময় আচমকা সামনে এসে ব্রেক কষে বেসরকারি বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের পিছনে ধাক্কা মারে আরেকটি বাস। বেসরকারি বাসের কন্ডাক্টর নেমে এসে সরকারি বাসের চালককে মারধর করে। ঘটনায় দুই বাসচালককে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: মিনিবাস উল্টে যাওয়ার ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার চালক
রবিবার ডোরিনা ক্রসিংয়ে টায়ার ফেটে একটি বাস দুর্ঘটনা হয়। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। সম্ভবত বিয়েবাড়ির উদ্দেশে যাচ্ছিল বাসটি। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।