উদ্বোধনের একদিন পরেই খুলে দেওয়া হয়েছিল ছোট গাড়ি যাওয়ার জন্য। এবার পাকাপাকি ভাবে বাস যাওয়ার জন্য খুলে যাচ্ছে উত্তর কলকাতার লাইফ লাইন টালা ব্রিজ। পূর্ত দফতর থেকে জানানো হয়েছে, আগামী কয়েকটি ছোট গাড়িকে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে, আগামী ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থী থেকে ওই সেতুর উপর দিয়ে বাস-মিনিবাস যেতে পারবে। এমনকী, ভারী পরিবহণের ক্ষেত্রেই এই ছাড় থাকছে বলেই জানানো হয়েছে।
মূলত টালা ব্রিজকে ঘিরে রয়েছে উত্তর কলকাতার একাধিক ঠাকুর। প্রতিমা দর্শনে যাতে শহরের মানুষের সুবিধা হয়, সেই কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত টালা সেতুকে এড়িয়ে ঘুরপথেই যাতায়াত করছে বাস-মিনিবাস ও লরি। ইতিমধ্যে পুজোর কারণে সেজে উঠেছে বাগবাজার ও শ্যামবাজার চত্বর। যে কারণে, সন্ধ্যে হলেই যানজট তৈরি হচ্ছে। পূর্ত দফতরের দাবি, চতুর্থীতে টালা সেতু খুলে গেলে এই সমস্যাও মিটে যাবে।
২০১৮ সালে মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করার কাজে হাত দেয় রাজ্য সরকার। সেই সময়ে টালা ব্রিজেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরেই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন ছোট যানবাহন চললেও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুরোপুরি বন্ধ হয়ে যায় টালা ব্রিজ।
২০২০ সালে নতুন করে তৈরি শুরু হয় টালা ব্রিজ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও করোনার জন্য অনেক কাজ পিছিয়ে যায়। অবশেষে ৪৬৮ কোটি টাকা খরচ করে ব্রিজটি তৈরি করা হয়। নতুন এই ব্রিজ ৪ টি লেনের। তৈরির পর থেকে গত কয়েকদিন ধরে দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ব্রিজের।