ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। নিমতায় বিজনেস পার্টনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। এই হাড়হিম করা কাণ্ডের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে একাধিক তথ্য।
মঙ্গলবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন মৃত ব্যবসায়ী ভব্য লাখানি। পরিবার বালিগঞ্জ থানায় অভিযোগ করেন। লালবাজার ও বালিগঞ্জ থানা যৌথ তল্লাশি করে নিমতায় আসে। পুলিশ সূত্রে খবর, শোভাবাজার এলাকা থেকে কাগজে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিজনেস পার্টনারের কাছ থেকে ২১ লক্ষ টাকা পেতেন ওষুধ ব্যবসায়ী। তা নিয়ে বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আরও পড়ুন: নিমতায় জলের ট্যাঙ্কে উদ্ধার ব্যবসায়ীর দেহ, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাদে জলের ট্যাঙ্কের নিচেই গাঁথনি করে মৃতদেহ লুকোনো ছিল। ঘরে একটি রক্তমাখা চাদর ও উইকেট খুঁজে পায় পুলিশ। বেশ কিছু ফাইলও উদ্ধার করা হয়েছে।