চালকদের সঙ্গে কর্তৃপক্ষের খারাপ ব্যবহারের অভিযোগ। মঙ্গলবার শহর জুড়ে ওলা (Ola), উবের (Uber) পরিষেবা বয়কটের ডাক দেয় অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড (Online CAB Operators Guild) সহ একাধিক সংগঠন। আর তাতেই নাজেহাল যাত্রীরা। অ্যাপ ক্যাব (App CAB) বুক করতে গিয়ে পাওয়া যাচ্ছে না গাড়ি। ক্যানসেল হয়ে যাচ্ছে একের পর এক গাড়ি। আর গাড়ি পাওয়া গেলেও দিতে হচ্ছে ২-৩ গুণ ভাড়া।
তবে মঙ্গলবার প্রতিবাদ কর্মসূচির মধ্যেও রাস্তাঘাটে বেশ কিছু ক্যাবও চলতে দেখা গেল। ক্যাব ধরে যাতায়াতও করছেন যাত্রীরা। তবে রাস্তায় অনলাইন ক্যাবের সংখ্যা যথেষ্ট কম। নেতাজিনগর, টালিগঞ্জ সহ একাধিক এলাকায় হয়রানির শিকার হয়েছেন যাত্রীরাও। যাত্রীদের হয়রানি রুখতে সংগঠনগুলোর তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও।
আরও পড়ুন: গরুপাচার কাণ্ডে তলব, হাজিরা দিতে নিজাম প্যালেসে সাংসদ-অভিনেতা দেব
পরিষেবা বয়কটের মধ্যে শহরের একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। অ্যাপ-ক্যাব বের করলে রাস্তায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কিছু জায়গায় গাড়ি ভাঙচুরও হয়েছে। মঙ্গলবার রাসবিহারীতে উবের অফিসের সামনে সাংবাদিক বৈঠক করবে অ্যাপ-ক্যাব সংগঠনগুলো।