এশিয়ার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সারিতে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দেশের বিভিন্ন সমীক্ষায় কলকাতা ও যাদবপুর সেরা বিশ্ববিদ্যালয়ের জায়গা করেছিল। টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি ব়্যাঙ্কিংয়ের প্রকাশিত তালিকায় এশিয়ার মধ্যে ৩৫৫ নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়। ৩৭৩ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ভারতের মোট ৭৫টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। দেশের সেরা ক্যানসার হাসপাতালের স্বীকৃতি পেয়েছে চিত্তরঞ্জন ক্যানসার। এমনই টুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া।
গত কয়েক বছরে সার্বিকভাবে বাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি সর্বভারতীয় স্তরে ভাল ফল করেছে। দুবছর আগে দেশের প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা নির্বাচিত হয়েছে কলকাতা। সম্প্রতি একই সম্মান পেয়েছে যাদবপুরও। এশিয়াভিত্তিক এই সমীক্ষায় শিক্ষকতার ক্ষেত্রে কলকাতার স্কোর ৪৬। গবেষণার ক্ষেত্রে স্কোর ১৭.৬। শিক্ষকতায় যাদবপুরের স্কোর ৩৫। গবেষণায় যাদবপুরের স্কোর ১৬.৯। রাজ্যের উচ্চশিক্ষা দফতর এই সাফল্যে উচ্ছ্বসিত।
একই দিনে বিরল সম্মান পেয়েছে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল। এনএবিএইচ সার্টিফিকেট পাচ্ছে তারা। দেশের এক নম্বর ক্যানসার হাসপাতালের তকমা ছিনিয়ে নিয়েছে এই হাসপাতাল।