আগেই টেট পরিক্ষার্থীরা দাবি তোলেন ২০১৪ টেটের নম্বর প্রকাশ করতে হবে। এবার সেই মর্মেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। সেখানে বলা হয়েছে, অবিলম্বে টেটে আন্দোলনকারীদের প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ করতে হবে। এই মামলায় অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে এই অনুমতি অন্তর্বর্তীকালীন বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার রাতে রীতিমতো বলপ্রয়োগ করে এপিসি ভবনের সামনে থেকে চাকরির দাবিতে টেট অনশনকারীদের তুলে দেয় পুলিশ। তাঁদের মধ্যে তিনজন এখনও নিখোঁজ বলেও জানা গিয়েছে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও তাঁরা যে আবার ফিরবেন, তার হুঁশিয়ারি দিয়েছেন ২০১৪ টেটের নট ইনক্লুডেড প্রার্থীরা। এমতাবস্থায় হাইকোর্টে আন্দোলনকারীদের নম্বর প্রকাশের আর্জি জানিয়ে জনস্বার্থ মামলার অনুমতি চাওয়ায় নয়া মাত্রা যোগ হল বলেই মত রাজ্যের শিক্ষা মহলের।
আরও পড়ুন- TET protesters missing: তিন জন নিখোঁজ, দাবি টেট আন্দোলনে অনশনকারীদের একাংশের
সাম্প্রতিককালে সল্টলেকে বার বার বিক্ষোভ দেখিয়েছেন চাকরিপ্রার্থীরা। কিন্তু দীর্ঘক্ষণ অবস্থান করতে দেয়নি পুলিশ। গত সোমবার ২০১৪ সালের ‘নট ইনক্লুডেড’ টেট উত্তীর্ণদের আন্দোলনের শুরুতে ধরপাকড় করছিল পুলিশ৷ কিন্তু বেলা বাড়তেই শ'য়ে শ'য়ে চাকরিপ্রার্থী এলাকার দখল নিয়ে নেন। তখন রীতিমতো 'সংযত' আচরণ করে পুলিশ। এরপর মঙ্গলবার থেকে শুরু হয় চাকরির দাবিতে তাঁদের আমরণ অনশন।