জোড়াসাঁকোয় তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সোমবার এই রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ওই অংশের নির্মাণ ভাঙার জন্য পুরসভাকে তিন সপ্তাহের সময়ও বেঁধে দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, কবিগুরুর বাসভবনে তৃণমূলের পার্টি অফিস নির্মাণের পরেই জনস্বার্থ মামলা দায়ের করেন স্বদেশ মজুমদার নামক এক ব্যক্তি।
আদালত জানিয়েছে, ওই অংশের নির্মাণ পুণরায় ঠিক আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে হেরিটেজ বিভাগকে। এমনকি, পুনরুদ্ধারের পর জায়গাটিকে 'হেরিটেজ ভবন' বলে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, হেরিটেজ ভবন না হলেও যে কেউ কোনও জায়গায় পার্টি অফিস বানাতে পারে না।
আগেই বিশ্ববিদ্যালয়ের কর্মীদের একাংশ অভিযোগ করেছিলেন, রবি ঠাকুরের স্মৃতিবিজড়িত দক্ষিণের বারান্দার নীচের অংশের দালান, দু’টি ঘর ইচ্ছামতো রং করা হয়েছে। এছাড়াও ঘরের মেঝের স্তর পাল্টানো হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। যদিও তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির দাবি, বাম আমলেও ওই একই জায়গায় ইউনিয়ন রুম ছিল। বাড়তি কোনও নির্মাণ হয়নি। ফলে অহেতুক রাজনীতি করার অভিযোগও তুলেছিলেন তাঁরা।