প্রায় ২৩ সপ্তাহ পেরিয়ে গিয়েছে। এমন এক অন্তঃসত্ত্বা তরুণীকে গর্ভপাতের অনুমতি দিল হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশ ৪৮ ঘণ্টার মধ্যে গর্ভপাত করাতে হবে তাঁর।
আইন অনুযায়ী, ২০ সপ্তাহের মধ্যে কোনও মহিলা, তরুণা বা নাবালিকার গর্ভপাত করা যেতে পারে। অবশ্যই চিকিৎসকের সম্মতি প্রয়োজন। তারপর করাতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। তাই আদালতের দ্বারস্থ হন এক তরুণী। তাঁর ওই আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট কলকাতা বাঙুর হাসপাতালকে একটি তিন সদস্যের মেডিক্যাল টিম গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে গর্ভপাতের নির্দেশ দিয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ফলে অন্তঃসত্ত্বা হন ওই তরুণী। তাঁর অভিযোগ, ২০১৮ সালে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। প্রেমের সম্পর্ক হয়। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি গিয়ে একাধিকবার সহবাস করেন ওই যুবক। স্থানীয় থানায় অভিযোগ করেন ওই তরুণী। এরপর গর্ভপাতের জন্য আদালতের দ্বারস্থ হন। আদালতে তাঁর আবেদন, সংসারিক অবস্থা ভাল নয় তাঁর। এই পরিস্থিতিতে তাঁর পক্ষে সন্তানের জন্ম দিয়ে বড় করা সম্ভব নয়।