পাশ্বশিক্ষকদের জন্য এসএসসি রুলকেই মান্যতা কলকাতা হাই কোর্টের। উচ্চপ্রাথমিকের মামলায় বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ, উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ আসন পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষিত থাকবে।
২০১৬ সালে রাজ্য সরকার ১০ শতাংশ আসন পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। পরের বছরই এই সিদ্ধান্তের বিরোধিতায় মামলা দায়ের করা হয়। ৭ বছর পর ওই মামলাতে রায় দিল কলকাতা হাই কোর্ট। এসএসসি রুলকেই মান্যতা দিল হাই কোর্ট।