সাময়িক স্বস্তিতে মেনকা গম্ভীর। বৃহস্পতিবার অভিষেক-শ্যালিকার রক্ষাকবচের বিরুদ্ধে ইডির আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট জানায়, মেনকা মামলায় পুরনো নির্দেশই আপাতত বহাল রাখা হবে। আগামী ২৪ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
জানা গিয়েছে, গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের পক্ষে জারি করা সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ইডি মামলা করে ডিভিশন বেঞ্চে। কিন্তু বৃহস্পতিবার মেনকার আইনজীবী উপস্থিত না থাকায় বিচারপতির কাছে কিছুদিন সময় চাওয়া হয়। এই অনুরোধ মেনে ২৪ নভেম্বর পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। ফলে আপাতত মেনকার পক্ষেই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকল।
আরও পড়ুন- Howrah Station Incident: হাওড়া স্টেশনের ওভারহেড পোস্টে উঠে পড়া এই যুবক কে? কী জানালো রেল পুলিশ?
প্রসঙ্গত, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ইডিকে জানিয়েছিল মেনকাকে কলকাতাতেই জেরা করতে হবে। পাশাপাশি, গ্রেফতারির ক্ষেত্রেও অভিষেক-শ্যালিকাকে রক্ষাকবচ দেয় সিঙ্গেল বেঞ্চ। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত সেই রক্ষাকবচ বহাল থাকল বলেই খবর।