রাজ্য সরকারি কর্মচারীদের (Goverment Employee) বকেয়া ডিএ (DA Hike) তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল আদালত। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করে রাজ্য। মঙ্গলবার সেই মামলা গ্রহণ করল কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। আগামী ২৯ অগাস্ট সেই মামলার শুনানি।
গত মে মাসে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রায় দেয়, আগামী তিন মাসের মধ্যে বকেয়া ডিএ-র টাকা মেটাতে হবে। যদিও তেমন কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি রাজ্যকে। বৃহস্পতিবার অনলাইনে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। মামলাকারীদের নোটিস দেওয়া হয়নি। রিভিউ পিটিশনের আবেদন গ্রহণ হলেই সেই নোটিস যাবে।
আরও পড়ুন: পুরসভার পাশের ভাগাড় থেকে উদ্ধার ১৭টি ভ্রূণ, তীব্র চাঞ্চল্য উলুবেড়িয়ায়
প্রসঙ্গত, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সরকারি কর্মীরা বকেয়া ৩২ শতাংশ ডিএ মেটানোর দাবি করে মামলা করে কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। এরপর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাম কর্মীদের বকেয়া ফেরানোর নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় সরকার। সেখানেও ধাক্কা খায় রাজ্য সরকার।
শেষে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। যদিও হাইকোর্টে ধাক্কা খায়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের নির্দেশ বহাল রাখে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। গত ১১ অগস্ট সেই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। এদিন তা গ্রহণ করল হাই কোর্ট।