এক খুনের মামলার তদন্তে আদালতের তীব্র ভর্ৎসনা পুলিশকে। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বার রশিদির বেঞ্চ ভর্ৎসনা করল বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে। এই মামলায় পুলিশকে কটাক্ষও করেছেন বিচারপতিরা। যেখানে বলা হয়েছে, যা তদন্ত হয়েছে, তা মেডেল পাওয়ার মতো।
বাড়িওয়ালা বনাম ভাড়াটিয়ার একটি মামলার এদিন শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। গত বছরের জুন মাসে খড়দহ থানার টিটাগড়ে বাড়ি ভাড়ার টাকা দেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে বচসা হয়েছিল। এই ঘটনায় প্রথমে আহত ও পরে মৃত্যু হয় বাড়ির মালিক গোবিন্দ যাদবের। ওই ঘটনার ময়না তদন্তে খুনের উল্লেখ করা হয়েছিল। কিন্তু পরিবারের অভিযোগ ছিল, পুলিশ তা অস্বীকার করে।
এদিন আদালতে রাজ্যের আইনজীবীকে তীব্র কটাক্ষ করা হয়েছে। আদালতের হুঁশিয়ারি, এই মামলায় দরকার পড়লে বৃহস্পতিবার ডিজিকেও হাজিরার নির্দেশ দেওয়া হবে। বারাকপুরের কমিশনারের বিরুদ্ধে অভিযোগ, গোবিন্দ যাদব নামের ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছিল। কিন্তু তারপরেও ৩০২ ধারার বদলে এই ঘটনার তদন্তে ৩০৪ ধারা রুজু করা হয়। ময়নাতদন্তের রিপোর্টকেই এদিন হাতিয়ার করে কলকাতা হাই কোর্ট।