গর্ভপাত (Abortion) নিয়ে নজিরবিহীন নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। আদালতের নির্দেশে গর্ভপাত করানোর অনুমতি পেলেন ৩৪ সপ্তাহের (34 Weeks) এক অন্তঃস্বত্ত্বা। গর্ভস্থ শিশুর শারীরিক সমস্যার কারণেই এই অনুমতি দেওয়া হয়েছে। ভারতীয় আইন (IPC) অনুযায়ী, ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাত আইনসম্মত। কিন্তু আইনের ঊর্ধ্বে উঠে এই মহিলার গর্ভপাতের সিদ্ধান্তকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC)।
উত্তর কলকাতার এক মহিলা আদালতে গর্ভপাত নিয়ে আবেদন জানান। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই শারীরিক সমস্যা ছিল তাঁর। বেশ কয়েকবছর কেটে গেলেও সন্তান হয়নি। অবশেষে অনেক চিকিৎসার পর তিনি অন্তঃস্বত্ত্বা হন। কিন্তু সন্তান গর্ভে ধারণ করার পর ফের সমস্যা শুরু হয়। মামলাকারী মহিলা বর্তমানে ৩৪ মাসের অন্তঃস্বত্ত্বা। বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি। চিকিৎসকরা জানান, গর্ভস্থ শিশু সুস্থ নয়। তার মেরুদণ্ড অগঠিত। এর ফলে জন্মের পর তার স্বাভাবিক জীবনের সম্ভাবনা কম। এরপরই গর্ভপাতের সিদ্ধান্ত নেন দম্পতি। এই নিয়েই আদালতে আবেদন করেন ওই মহিলা।
আরও পড়ুন: ৪ পুরভোটের সব সিসি ক্যামেরার ফুটেজ চাই, নির্বাচন কমিশনকে নির্দেশ কলকাতা হাইকোর্টের
আদালতে অন্তঃস্বত্ত্বা হয়ে সওয়াল করেন আইনজীবী সুতপা সান্যাল। সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা SSKM হাসপাতালের ৯ জন চিকিৎসকের কমিটি গঠন করেন। প্রসবের এত কাছাকাছি গর্ভপাত করানোই একমাত্র পথ কি না তা চিকিৎসকদের জানাতে বলেন তিনি। চিকিৎসকদের কমিটির সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার গর্ভপাতের অনুমতি দেয় আদালত। কিন্তু গর্ভপাত করার সময় কিছু হলে ওই দম্পতি কাউকে দায়ী করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।