রামপুরহাটের বগটুই কাণ্ডে (Rampurhat Violence) তদন্ত কোন পথে এগোচ্ছে! তা নিয়ে সিবিআইয়ের প্রতিক্রিয়া জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের খুনের পর অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৯ গ্রামবাসীর। সেই তদন্ত রাজ্য পুলিশের হাত থেকে সরিয়ে সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সোমবার হাইকোর্টে একটি মামলার শুনানিতে হাইকোর্ট জানতে চায়, সিবিআই বগটুই কান্ড নিয়ে কী ভাবছে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের অবস্থান জানাতে হবে। ভাদু শেখ হত্যাকাণ্ডের তদন্তভার কি সিবিআইকে দেওয়া উচিত, প্রশ্ন করেছে আদালত। আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। তার মধ্যে সিবিআইকে প্রতিক্রিয়া জানাতে হবে আদালতকে।
আরও পড়ুন: রাজনৈতিক বিভাজন রুখে বালিগঞ্জের বাম প্রার্থীকে জেতানোর ডাক, ভিডিও বার্তা নাসিরুদ্দিনের
গত ২১ মার্চ রাতে বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। তারপরই ভাদু শেখ হত্যাকাণ্ডের পর একঘণ্টার মধ্যে গ্রামে ৮টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। বগটুই কাণ্ড তদন্ত শুরু করে রাজ্য সরকার। গঠিত হয় বিশেষ তদন্তকারী দলও। বগটুই কান্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয়।