এসএসসির (SSC Recruitment) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই (CBI) হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এদিন কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ জানিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে তাঁকে হাজিরা দিতে হবে । কোনও ভাবেই হাজিরা এড়াতে পারবেন না রাজ্যের মন্ত্রী। ভর্তি হওয়া যাবে না এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে, জানিয়েছে কোর্ট।
এসএসসি দুর্নীতি কাণ্ডে এর আগে শান্তিপ্রসাদ সিনহাকে সিবিআই হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার, ১১ এপ্রিল কলকাতা হাইকোর্ট একটি অনুসন্ধান কমিটি তৈরি করে। সেই রিপোর্টে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে যে কমিটি তৈরি হয়েছিল, তা বেআইনি। এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন রঞ্জিত কুমার বাগ। এই কমিটির অন্যতম সদস্য, অরুণাভ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: রাজ্যের চার ধর্ষণ মামলার তদন্তে নজরদারির দায়িত্বে দময়ন্তী সেন, নির্দেশ হাইকোর্টের
সোমবার অনুসন্ধান কমিটির রিপোর্টে বলা হয়েছে, "তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতিতেপাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, যা বেআইনি। সরাসরি রাজ্য সরকারের সঙ্গে এর কোনও সম্পর্ক আছে কিনা, তার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। এই দুর্নীতিতে সরাসরি যুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহাদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা উচিত।"