নবম ও দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Teacher Recruitment) শিকড় অনেকটাই গভীরে। দোষীদের খুঁজে বের করতে হবে, এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। শুক্রবার অর্থাৎ ১১ মার্চ বেলা সাড়ে বারোটার মধ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যানের কাছে হলফনামা তলব হাইকোর্টের। সংরক্ষিত আসনের গণিত শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি আছে, মেনে নিয়েছে কমিশনও।
এর আগে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ দেন। চাকরি বাতিল ও বেতন ফেরৎ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অভিযোগ, ২০১৬ সালে নিয়োগ পরীক্ষায় কম নম্বর পেলেও নিয়োগের সুপারিশ দেয় স্কুল সার্ভিস কমিশন। একই ব্যক্তিকে দুবার নিয়োগের সুপারিশও দেওয়া হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন: মৃত্যুর আগে হোয়াটসঅ্য়াপ স্ট্যাটাস, সল্টলেকে বহুতল থেকে ঝাঁপ দিয়ে মৃত ছাত্র
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আরও অভিযোগ সামনে এসেছে। একাধিক মামলাও করা হয়েছে আদালতে। মামলাকারীদের অভিযোগ, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যজুড়েই ব্যাপক দুর্নীতি হয়েছে। প্যানেলে নাম না থাকা সত্ত্বেও অনেককে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। আবার প্যানেলে নাম থাকার পরেও নিয়োগ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।