২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণীর গর্ভপাতের জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বোর্ডের সম্মতি মিললে গর্ভপাত করা যাবে বলে জানান বিচারপতি। অভিযোগ, তার আগেই তড়িঘড়ি তরুণীর গর্ভপাত করিয়ে ফেলেন বাঙ্গুর হাসপাতালের চিকিৎসকরা। এবার এই নিয়ে চিকিৎসকদের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে আদালত।
গর্ভপাত করাতে চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তরুণী। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি ওঠে। হাই কোর্টের বেঞ্চ জানায়, হাসপাতালে মেডিকেল বোর্ড তৈরি হবে। তারাই তরুণীর স্বাস্থ্যপরীক্ষা করবে, ও গর্ভপাত করাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে। সেই বোর্ডের রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু পর্ষদের, ৯,৫৩৩ জন পাবেন নিয়োগপত্র
অভিযোগ, তাঁরা কেন এত তাড়াহুড়ো করলেন, তা নিয়ে চিকিৎসকদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন এত তাড়াহুড়ো করল হাসপাতাল, তাও জানতে চাওয়া হয়েছে।