স্কুলে গ্ৰুপ সি নিয়োগের কাউন্সেলিংয়ে কোনও বাধা নেই। বুধবার তা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে, আপাতত কাউন্সেলিং চালাতে পারবে এসএসসি।
গত ১০ মার্চ গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এর মধ্যে ৭৮৫ জন স্কুলেই ঢুকতে পারবেন না। বাকি ৫৭ জনের চাকরি বাতিল করা হয়। ওই চাকরিচ্যুতরা আবেদন জানান আদালতে।
চাকরিচ্যুতদের তরফে নতুন করে কাউন্সেলিংয় করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চায় আদালতের কাছে। যদিও তা মঞ্জুর করেনি আদালত। এরপরেই চাকুরিহারাদের আইনজীবী এসএসসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সওয়াল করেন। তাঁর দাবি, সবার ভূমিকা খতিয়ে দেখা উচিত, তারপরেই খেলা হবে। যদিও বিচারপতি সুব্রত তালুকদার এই শব্দবন্ধ প্রত্যাহারের নির্দেশ দেন।
আরও পড়ুন - মমতার ধরণার দিনে ডিএ নিয়ে আরও জোড়াল প্রতিবাদ, শহরে জোড়া মিছিল, গণছুটির ডাক আন্দোলনকারীদের