তাঁর নির্দেশেই রাজ্যের শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। এবার সেই তদন্ত থেকেই এক সিবিআই অফিসারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার এই মামলা সংক্রান্ত শুনানিতে বিচারপতির নির্দেশ, তদন্তের কোনও ফাইল ছুঁতে পর্যন্ত পারবেন না ওই সিবিআই অফিসার। আদালতের নির্দেশে সিট থেকে বরখাস্ত ওই সিবিআই কর্তার নাম সোমনাথ বিশ্বাস। তিনি সিবিআইয়ের অফিসার পদের কর্মী। কিন্তু কেন তাঁকে বাদ দেওয়া হল, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
যদিও এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওই তদন্তকারী অফিসার হাজির ছিলেন না। তবুও এদিনের এই নির্দেশকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, তাঁর নির্দেশেই রাজ্যের একাধিক দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রের দুই এজেন্সি সিবিআই এবং ইডি। মাঝে মধ্যেই এই দুই সংস্থার উপর আস্থা হারিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আবার নিজেকে সামলেও নিয়েছেন। কিন্তু কোনও তদন্ত থেকে সিবিআইয়ের এক কর্তাকে বরখাস্ত করার নির্দেশ এই প্রথম। তা-ও আবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো তদন্ত মামলার ঘটনায়।
নিজের নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই অফিসারের ব্যাপারে ডিআইজি নিজে পদক্ষেপ করবেন। দিন কয়েক আগেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্তকারী এক সিবিআই কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ ছিল, ওই সিবিআই কর্তার হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বগটুইয়ে হিংসার ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখ। তারপর হাইকোর্টের এদিনের এই নির্দেশে যেন চাপ বাড়ছে কেন্দ্রীয় সংস্থার উপরেই।