দিল্লি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে তা কলকাতাতেই করতে হবে। বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, ইডির আঞ্চলিক অফিস কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মেনকার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। মঙ্গলবার এমনটাই জানিয়েছে মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ।
কয়লাকাণ্ডে জেরার জন্য অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে দিল্লি তলব করে ইডি। তা নিয়েই কলকাতা হাই কোর্টে আবেদন করা হয়। আদালতে মেনকার আইনজীবী সওয়াল করেন, সংশ্লিষ্ট মামলায় মেনকা অভিযুক্ত নন। তাঁকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে দিল্লির কোনও সম্পর্ক নেই। কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে অসুবিধা নেই। দুই পক্ষের সওয়াল-জবাব শুনে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানান, কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
আরও পড়ুন- Abhijit Ganguly: 'মুখ্যমন্ত্রী আমাকে কাজ চালিয়ে যেতে বলেছেন', জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এদিন আদালতে মেনকার আইনজীবী বলেন, ‘‘তথ্য নেওয়ার জন্য তলব করা হয়েছে, এমনটাই বলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা হওয়ার জন্য রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে।