রাজ্যের প্রস্তাবিত বিশেষ তদন্তকারী দল (SIT) নয়, গ্রুপ সি (Group C) দুর্নীতি অনুসন্ধানে কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান শেষ করার জন্য কমিটিকে ৩ মাসের সময়সীমা দেওয়া হয়েছে।
বিচারপতি হরিশ টন্ডন জানিয়েছেন, "আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন অমান্য করলে কেউ ছাড় পাবেন না। এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত বা অনুসন্ধান করা দরকার।" অনুসন্ধানে নিরপেক্ষ সংস্থাকেই প্রাধান্য দিয়েছেন তিনি। গ্রুপ ডি-তে নিয়োগের দুর্নীতিরও অনুসন্ধান করছে এই কমিটি।
আরও পড়ুন: হাই কোর্ট, সুপ্রিম কোর্টে গেলে আনিসের পরিবারকে সাহায্যের আশ্বাস শুভেন্দুর
এর আগে গ্রুপ-সি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশে জানান, তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। ভুয়ো চাকরির অভিযোগে গ্রুপ সি-র ৩৫০ জন কর্মচারীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল আদালত। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "বেতন ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন জেলার স্কুল পরিদর্শক।"
আরও পড়ুন: 'ওসি-র কথায় গিয়েছিলাম, বলির পাঁঠা করা হচ্ছে!', বললেন ধৃত দুই পুলিশকর্মী
এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ। SSC-এর গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ বহাল থাকছে। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, গ্রুপ ডি নিয়োগ মামলায় কমিশন ও পর্ষদ- কাকে বিশ্বাস করা যাবে? অনিয়ম হয়েছে ধরে নেওয়া হলেও, কে দায়ী, তা খুঁজে বের করা সহজ নয়।