পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাতে পারবে না। শুক্রবার প্রাথমিক সংক্রান্ত এক মামলায় এই নির্দেশই দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থারের মন্তব্য, রাজ্যের যুক্তি মানা সম্ভব নয়। কারণ, যোগ্য প্রার্থীরা চাকরির জন্য ভিক্ষা করবেন, আর পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাবে তা হতে পারে না। ফলে পুজোর সময়েও বিক্ষোভ চালিয়ে যেতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বাম আমলে ২০০৯ সাল থেকে তাঁরা প্রাথমিক নিয়োগ পাচ্ছেন না। এই বঞ্চনার প্রতিবাদে অবস্থান করতে চান দক্ষিণ ২৪ পরগণা জেলার চাকরিপ্রার্থীদের একাংশ। কিন্তু অভিযোগ, পুজোর ব্যস্ততা দেখিয়ে পুলিশ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না। সেই অভিযোগেই আদালতে গিয়েছিলেন ওই চাকরিপ্রার্থীরা। সেই মামলার শুনানিতে পুলিশকে কার্যত ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে আবেদনকারীদের শান্তিপূর্ণ অবস্থানের পক্ষেই অনুমতি দেওয়া হয়েছে।
আগামী এক মাস ধর্মতলায় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার ওই প্রাথমিক চাকরিপ্রার্থীরা। তবে নির্দিষ্ট সময় মেনে বিক্ষোভ করতে হবে। এদিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।