বগটুই কাণ্ডে দ্রুত সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানান, রাজ্যকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করতে হবে। উপপ্রধানকে খুন ও পরবর্তী হিংসায় দোষীদের দ্রুত গ্রেফতার করার নির্দেশ দিল হাইকোর্ট।
শুক্রবার হাইকোর্টের নির্দেশ, বগটুই কাণ্ডে সিট (SIT) কোনও তদন্ত করতে পারবে না। তদন্তে নেমে অভিযুক্তদের (Accused) চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে সিবিআই। আদালতের নির্দেশ, ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্যকে। তদন্তের প্রয়োজনে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই মামলার পরবর্তী শুনানি ৭ এপ্রিল। হাইকোর্ট জানায়, ৭ এপ্রিলের মধ্যে এই ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী অফিসারদের।
আরও পড়ুন: ডিজির নির্দেশে বাড়ানো হল নিরাপত্তা, এখনও থমথমে বীরভূমের 'অখ্যাত' বগটুই
উপপ্রধানকে খুন ও তার পরবর্তী হিংসা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। কয়েকটি জনস্বার্থ মামলাকে একত্র করে শুনানি হয় হাইকোর্টে।