পঞ্চায়েত ভোটে কত কেন্দ্রীয় বাহিনী! এবার এই নিয়ে স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। কমিশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আদালত। বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল, তার থেকে কম জওয়ান মোতায়েন করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে জেলায় জেলায় পর্যাপ্ত আধাসেনা মোতায়েনের নির্দেশ হাই কোর্টের।
এদিন শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম জানান, এবার পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য ৮২ হাজার বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। নির্বাচন কমিশন ২২টি জেলার জন্য ২২ কম্পানি, অর্থাৎ ২০০০ আধাসেনা মোতায়েনের কথা বলেছে, তা করলে হবে না। ২০১৩ সালে রাজ্যে ৮২ হাজার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।