স্কুলের শিক্ষক বদলির নিয়মেও এবার আরও কড় কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, এই ব্যাপারেও কোনও ঢিল বরদাস্ত করা উচিত নয়। শুক্রবার এই মামলার প্রেক্ষিতে বিচারপতির মন্তব্য, কোনও জঙ্গলের আইন চলতে পারে না। এই ব্যাপারে নির্দিষ্ট পদক্ষেপ করার জন্য অ্যাডভোকেট জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন আদালতে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, এই ব্যাপারে সরকার তার আইন মেনেই কাজ করে। কিন্তু অনেকেই আছেন, যাঁরা নানা অজুহাতে আদালতে এসে বদলি আটকে দেওয়ার চেষ্টা করেন।
মূলত এক শিক্ষকের বদলির মামলা প্রেক্ষিতেই শুক্রবার এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। ওই মামলায় অভিযোগ করা হয়, বহুদিন ধরে বলেও অঙ্কের শিক্ষক পাওয়া যাচ্ছে না। কারণ, কোনও শিক্ষকই নাকি কলকাতা ছেড়ে হাওড়ায় পড়াতে যেতে চাইছেন না।
এই অভিযোগের ভিত্তিতে এদিন হাইকোর্টের মন্তব্য, ছাত্রদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে গেলে বেশ শিহোরিত হতে হচ্ছে। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, অনেক হয়েছে, এবার হাল ফেরানো প্রয়োজন।