স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি (SSC Group D) পদে নিযুক্ত ৯৮ জনের নিয়োগ নিয়েই অভিযোগ উঠেছিল। সেই মামলায় এবার ৯৮ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশে বৃহস্পতিবার কেন্দ্রীয় সংস্থা সিবিআই (CBI) গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে। এর সঙ্গে যুক্ত আরও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।
নিয়োগের সময় স্কুল শিক্ষা দফতরের কমিটিতে আরও অনেক সদস্য ছিলেন। শুক্রবার হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দিয়েছে, তাঁদেরকেও এই মামলার সঙ্গে যুক্ত করতে হবে। এই তালিকায় নাম আছে এস আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, টি পাঁজা এবং এ কে সরকারের। যাঁরা সিবিআই দফতরে হাজিরা দেবেন না, তাঁদের কড়া নজরে দেখবে আদালত।
আরও পড়ুন: মিলবে না পরিষেবা, এপ্রিল মাসে ১৫ দিন ছুটি ব্যাঙ্ক কর্মচারীদের
শুক্রবার সিবিআই-এর পক্ষ থেকে একটি সিল বন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ দিন সিবিআই-এর পক্ষ থেকে আইনজীবী ওয়াই যে দস্তুর জানান, রাত আড়াইটে পর্যন্ত এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । এসএসসির পক্ষ থেকে আইনজীবী সুতনু পাত্র জানান, তাঁরা দ্বিতীয় রিপোর্ট দিয়ে জানিয়েছেন, ৯৮ জনের কাউকে সুপারিশ করা হয়নি। আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, "এদের কাউকে বেতন দেওয়া হবে না। স্কুলে তাঁরা প্রবেশও করতে পারবেন না।"