বুধবার বিকেল মধ্যে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে সন্দেশখালি কাণ্ডে ধৃত শাহজাহানকে। হাই কোর্টে প্রধান বিচারপতির নির্দেশ বহাল রেখে জানিয়ে দিয়েছে, হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া করার নির্দেশ ছিল।
আদালতের কাছে ইডি প্রথমে আবেদন করে, বুধবার হস্তান্তরের সময়সীমা আরও ১৫ মিনিট এগিয়ে আনা হোক। বুধবারও যদি শাহজাহানকে নিজেদের হেফাজতে না পায় সিবিআই, সে ক্ষেত্রে সাড়ে ৪টের মধ্যে ফের আদালতের দ্বারস্ত হতে পারে সিবিআই।
সিবিআইয়ের হাতে শেখ শাহাজাহানকে হস্তান্তর নিয়ে হাই কোর্টে আবেদন করে ইডি। ইডির আইনজীবীর অভিযোগ, রাজ্য পুলিশ সেই নির্দেশ মানেননি। ইডির তরফে মঙ্গলবার আদালতের অবমাননার জন্য হাই কোর্টে আবেদন করা হয়।