সরকারি নির্দেশের তোয়াক্কা না করে আচমকা ভাড়া বাড়িয়েছে বাস ইউনিয়নগুলি। তার জেরে অতিরিক্ত গ্যাঁটের কড়ি গুনতে হচ্ছে কলকাতা থেকে জেলার মানুষকে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে কড়া হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বেসরকারি বাস ও মিনিবাসগুলি সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নিতে পারবে না। শুধু তাই নয়, বাসে ফের সরকারি রেট চার্ট রাখতে হবে। এরপরেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে সেই বাস মালিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পরিবহণ দফতরকে।
যাত্রীদের একাংশের অভিযোগ, করোনার আগে বাসে থাকা রেট চার্টও উধাও হয়েছে। ফলে বাসে উঠলেই এখন ৭ টাকার বদলে দিতে হচ্ছে ১০ টাকা। এছাড়া যথেচ্ছভাবে ভাড়া নেওয়ার অভিযোগও তুলেছেন অনেকে। তবে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সরকার এখনও হাইকোর্টের নির্দেশের কপি পায়নি। রায় হাতে পেয়ে তাঁরা নিজেদের অবস্থান স্পষ্ট করবেন বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
আরও পড়ুন- Mamata Banerjee: দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবচেয়ে ধনী জগমোহন রেড্ডি
বাস ইউনিয়নগুলির অভিযোগ, করোনা পর্বে দীর্ঘদিন বাস বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। সেই ধাক্কা সামাল দিতে হলে আর পুরোনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। পাশাপাশি, বিগত কয়েক বছরে জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে আগের ভাড়ায় বাস-মিনিবাস চালানো আদৌও সম্ভব কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।