২৪ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের বিশ্ববিদ্যালয়ের হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার এক মামলার শুনানিতে এই নির্দেশ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতেও বলেছেন তিনি। প্রতিটি ঘর থেকে ২৪ ঘণ্টার মধ্যে প্রাক্তনীদের সরিয়ে দিতেও ওই নির্দেশে বলা হয়েছে।
যাদবপুর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা। সেই মামলার শুনানিতে মঙ্গলবার হস্টেল খালি করা নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন : নবান্নে যাদবপুরের মৃত পড়ুয়ার পরিবার, মা-কে চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
গত ৯ অগাস্ট যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। এই ঘটনায় দায়ের করা হয়েছিল খুনের অভিযোগ। তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া-সহ প্রাক্তনীদের। ইতিমধ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ে এসে গিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যদিও বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য নিয়ে তারা সন্তুষ্ঠ নয়।