শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের(Jagdeep Dhankhar) বিরুদ্ধে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যপালের(Governor) বিরুদ্ধে করা মামলার কোনও গ্রহণযোগ্যতা নেই। তাছাড়া, সংবিধান অনুযায়ী রাজ্যপালের(Governor) কাজে আদালত(Court) কোনওভাবে হস্তক্ষেপ করতে পারে না।
রাজ্যপালের পদে থেকে সাংবিধানিক এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল(Governor of West Bengal), এই মর্মে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রাখা হয়।
শুক্রবার মামলার শুনানিতে হাইকোর্ট(Calcutta High Court) জানায়, সংবিধানের ৩৬১ নং ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনওরকম হস্তক্ষেপ করতে পারে না আদালত। পাশাপাশি জানানো হয়েছে, নিছকই প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এইধরনের মামলা দায়ের করা হয়। যদিও আইনজীবীকে কোনও আর্থিক জরিমানা করেনি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ(Division Bench)।