কলকাতা হাইকোর্টে খারিজ লস্কর জঙ্গির ফাঁসির সাজা। সোমবার ফাঁসির সাজা খারিজ করেছে বিচারপতি জয়মাল্য় বাগচি এবং বিচারপতি অন্যন্যা বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ। এরআগে শেখ আবদুল নইম নামের ওই জঙ্গির ফাঁসির সাজা দিয়েছিল নিম্ন আদালত।
আজ থেকে ১৫ বছর আগে উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ধরা পড়েছিল আবদুল নইম। মূলত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে গিয়েছে ধরা পড়েছিল এই জঙ্গি। সঙ্গে পাওয়া গিয়েছিল বিস্ফোরকও। বিএসএফের হাতে ধৃত ওই জঙ্গিকে এরপর জেরা করা হয়। তদন্তকারীরা জানতে পারেন, ভারতে নাশকতা ঘটাতেই বেনাপোল সীমান্ত হয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল নইম।
এই ঘটনায় তাকে ফাঁসির সাজা দিয়েছিল বনগাঁর দায়ের আদালত। এই রায়ের পর ধৃত জঙ্গিকে রাখা হয়েছিল তিহাড় জেলে। সেখানে বসেই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিল নইম। বর্তমানে সে প্রেসিডেন্সি জেলের বন্দি। ইতিমধ্যেই ১৫ বছর জেল খেটেছে।
কোনও আইনজীবী না থাকায় প্রতি শুনানিতে নিজেই সওয়াল করত নইম। সোমবার সেই মামলায় ধৃত লস্কর জঙ্গির ফাঁসির সাজা খারিজ করল কলকাতা হাইকোর্ট।