সোমবার নির্দেশ দেওয়া হয়েছিল, অবিলম্বে গ্রেফতারের। কিন্তু এখনও অধরা গ্রেফতারি। এই পরিস্থিতিতে মঙ্গলবার আদালতে ভর্ৎসনার মুখে রাজ্য পুলিশ। নরেন্দ্রপুরের স্কুলে শিক্ষকদের উপর হামলায় ঘটনায় পুলিশকে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই ব্যাপারে বাইরুপুর জেলা পুলিশের সুপারের থেকে রিপোর্ট তলব করেছেন।
গত শনিবার নরেন্দ্রপুরের স্থানীয় একটি স্কুলে কয়েকজন শিক্ষককে কার্যত টার্গেট করে হামলা চালায় বহিরাগতরা। সেই মামলার শুনানিতে সোমবার ওই স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল আদালত। শুনানিতে হাজির ছিলেন নরেন্দ্রপুর থানার আইসি। আদালতের নির্দেশ ছিল, সোমবার রাতের মধ্যেই প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে।
কিন্তু মঙ্গলবার আদালতকে আক্রান্ত শিক্ষকদের আইনজীবী জানান, এই ঘটনায় এখনও গ্রেফতার করা হয়নি প্রধান শিক্ষককে। তাতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই ঘটনায় যে তদন্ত রিপোর্ট আদালতের কাছে জমা পড়েছে, তাতেও ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি।