নোট-কাণ্ডে ঝাড়খণ্ডের ধৃত তিন বিধায়কের সিবিআই আবেদনের খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত সপ্তাহে তিন বিধায়কের গাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় সিআইডি তদন্ত (CID Investigation) শুরু করেছে।
সেই তদন্তের ভার সিবিআই বা অন্য তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার আবেদন করে তিন বিধায়ক। সেই আবেদন খারিজ করে আদালতের নির্দেশ, রাজ্য পুলিশ ওই ঘটনার তদন্ত করবে। বৃহস্পতিবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: অর্পিতার পণ্ডিতিয়া রোডের আবাসনের ফ্ল্যাটের তালা ভাঙল ইডি
বুধবার জরুরি ভিত্তিতে ঝাড়খণ্ডের তিন ধৃত কংগ্রেস বিধায়কের আবেদন শোনে কলকাতা হাই কোর্ট। কোর্টের কাছে আবেদন করা হয়, সিআইডি তদন্তে স্থগিতাদেশ দেওয়া হোক। প্রয়োজনে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তভার যেন তুলে দেওয়া হয়। মামলাকারীর দাবি, রাজনৈতিকভাবে তদন্ত প্রভাবিত করা হচ্ছে। ইতিমধ্যেই রাজনীতির রং লাগানো শুরু হয়ে গিয়েছে। FIR কপিও দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশের ওয়েবসাইটেও তা আপলোড হয়নি। আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও অয়ন ভট্টাচার্য জানান, হিসাব বহির্ভূত টাকা থাকায় কালো টাকা আইন ও আয়কর আইনের আওতায় পদক্ষেপ করা হোক। সিআইডির এই ঘটনার তদন্ত করার কোনও অধিকার নেই।
বৃহস্পতিবারের শুনানিতে সরকারি আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত কখনও ঠিক করে দিতে পারেন না, কে তদন্ত করবে। সরকার পক্ষের সওয়ালের পর আদালত জানিয়েছে, রাজনৈতিক নেতাদের মন্তব্যকে হাতিয়ার করে তদন্তভার পরিবর্তনের আবেদন করা হয়েছে। কিন্তু সেখানে পর্যাপ্ত যুক্তি নেই। বিচারপতির নির্দেশ, ধৃত তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে নগদ অর্থ উদ্ধারের তদন্ত করবে সিআইডি।