রামপুরহাটে (Rampurhat Genocide) বগটুইয়ে ৮ গ্রামবাসীর মৃত্যুর ঘটনাকে 'শকিং' বলে মন্তব্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের। তিনি বলেন, "এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আটজনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।"
এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, "বগটুইয়ের কী হয়েছে, সেই ঘটনার তদন্ত হওয়া উচিত। যারা দোষী, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কাউকে ছাড়া হবে না।" বুধবার রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Moto) গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় একসঙ্গে অনেকগুলি মামলাও রুজু হয়েছে।
আরও পড়ুন: রামপুরহাটের আগুনে ঝলসে গেছেন নবদম্পতি, অভিযোগ পরিবারের
সোমবার সন্ধেবেলা বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধানকে বোম মেরে খুন করে একদল দুষ্কৃতী। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকালে বগটুইয়ের পশ্চিমপাড়ায় শিশু ও মহিলাসহ আটজনের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। উপপ্রধান ভাদু শেখ হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশ ১১জনকে গ্রেফতার করেছে। গোটা ঘটনায় গ্রেফতার হয়েছে ২৩ জন। বুধবার সবাইকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। বগটুইয়ের ঘটনায় সিট গঠন করা হয়েছে। জাতীয় শিশু অধিকাররক্ষা কমিশন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে তদন্ত নিয়ে চিঠি পাঠিয়েছে।